দুই প্রতিষ্ঠানের এজিএম রোববার

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। আজ শনিবার (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের এজিএম রোববার বেলা ১১টায় ঢাকার ১৬০/এ কাকরাইলে আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়। হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৫০ পয়সা আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৮ টাকা ৬৮ পয়সা।
চলতি ২০১৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (জানু-জুন) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে চার কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১৫ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৪ টাকা ও সর্বোচ্চ ১৪ টাকা ৯০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৬ দশমিক ৪৩ পয়সা।
অন্যদিকে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির এজিএম রোববার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার ৩৫ তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের লেভেল ৭-এ অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ছিল ২৩ জুলাই।
প্রতিষ্ঠানটি চলতি ২০১৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (জানু-জুন) জীবন বীমা তহবিলে আয়ের পরিমাণ ২৪ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা বেড়ে মোট তহবিলের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৯১১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল দুই হাজার ৬১৬ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা। গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৬২ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ৭৯ টাকা ১০ পয়সা।