আরএকে সিরামিকের ইজিএম কাল

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরএকে সিরামিকের অঙ্গপ্রতিষ্ঠান আরএকে পাওয়ারে শতভাগ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এর পরিচালনা পর্ষদ। এ ব্যাপারে ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে। বর্তমানে আরএকে পাওয়ারে ৫৭ শতাংশ বিনিয়োগ রয়েছে আরএকে সিরামিকের।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১২ পয়সা ও সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১৮ টাকা ২৫ পয়সা।
২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৩৬ কোটি ৮৫ লাখ টাকা। শেয়ারসংখ্যা ৩৩ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ৬১১টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭৭ দশমিক ২২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১০ দশমিক শূন্য ৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১২ দশমিক ৭৩ শতাংশ শেয়ার।
গত এক মাসের মধ্যে আরএকে সিরামিকের শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৬৯ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ৭৪ টাকা ৩০ পয়সা।