বিকন ফার্মার এজিএম ২০ ডিসেম্বর

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটির এজিএম ১০ ডিসেম্বর হওয়ার কথা ছিল। তবে এজিএমের স্থান অপরিবর্তিত থাকবে। আর রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির এজিএম ময়মনসিংয়ের ভালুকায় কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর রেকর্ড ডেট ২৩ নভেম্বর।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা দেয়নি। এ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ১২ টাকা ৫৮ পয়সা।
এর আগে সর্বশেষ ২০১১ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে কোম্পানিটি।
২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২৩১ কোটি টাকা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৩ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ১৬ টাকা ৩০ পয়সা।