সূচক পতনেও ডিএসইর মূলধন বেড়েছে

গতকাল রোববারের মতো আজ সোমবারও (১৪ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে চার দশমিক ৬০ পয়েন্ট। সোমবার ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। তবে আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৬৫৪ কোটি টাকা।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৩৪ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৫ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি কমে পতনে ফিরে। সেই ধারায় লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ১১ মিনিটে ডিএসইএক্স পতন হয় ৯ পয়েন্ট। পতন থেকে পরে উত্থানে আসে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ১০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৮ পয়েন্ট। সেই উত্থান পরে আর ধরে রাখতে পারেনি। পরবর্তীতে সূচকটি পতনে ফিরে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় চার দশমিক ৬০ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬১ দশমিক ৮৩ পয়েন্টে।
এদিন ডিএস-৩০ সূচক আট দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০০ দশমিক শূন্য দুই পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৪ দশমিক শূন্য এক পয়েন্টে। আজ সোমবার লেনদেন হয়েছে ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। সোমবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮০ হাজার ৩৬৯ কোটি ২১ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৭৬ হাজার ৭১৪ কোটি ৩৮ লাখ টাকা।
আজ সোমবার লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৬টির এবং কমেছে ১৬৩টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ১৪ কোটি ২৩ লাখ টাকা, বিচ হ্যাচারির ১৩ কোটি ৫৪ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকোর ৯ কোটি ১২ লাখ টাকা, সী পার্ল বিচের আট কোটি ৮৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের আট কোটি ৭৬ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের আট কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ৭৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।