বার্সেলোনা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের ‘রিভ সিস্টেমস’
প্রতিবারের মতো স্পেনের বার্সেলোনায় মার্চের ২ থেকে ৫ তারিখে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টেলিকম প্রদর্শনী ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’। ১৯৮৭ সালে শুরু হওয়া বিশ্বের টেলিযোগাযোগ সেবাদাতাদের সবচেয়ে বড় প্রদর্শনী ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে’ টানা সপ্তমবারের মতো অংশগ্রহণ করল বাংলাদেশের প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। এই টেলিকম প্রদর্শনীতে বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান রিভ সিস্টেমসই একমাত্র অংশগ্রহণকারী।
বিশ্বখ্যাত এই প্রদর্শনীতে রিভ সিস্টেমস এবার নিজেদের ‘টেলকো গ্রেড ওটিটি প্ল্যাটফর্ম’ নামের প্রযুক্তিটি প্রদর্শন করেছে। বিশ্বব্যাপী স্কাইপ, ভাইবার কিংবা হোয়াটসঅ্যাপের মতো ‘ওভার দ্য টপ’ (ওটিটি) সেবাগুলো এখন জনপ্রিয়তার তুঙ্গে। ইন্টারনেট ব্যবহার করে ভয়েস এবং মেসেজিং সেবা প্রদান করাই হলো ওটিটি সেবা। ইন্টারনেটে ফ্রি কল করা বা ফ্রি মেসেজিং সুবিধা পাওয়ার কারণে এই ধরনের অ্যাপ্লিকেশন (অ্যাপের) প্রতি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহ দিন দিন বেড়েই চলছে। যার কারণে মুনাফা কমছে মোবাইল অপারেটরদের। তাই ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও বিনিয়োগ করতে যাচ্ছে এ ধরনের ওটিটি সেবা খাতে।
মেলায় অংশগ্রহণ প্রসঙ্গে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আজমত ইকবাল বলেন, ‘বিশ্বব্যপী এখন ওটিটি সেবার দারুণ সম্ভাবনা। খুব দ্রুত বিশ্বের সব নামিদামি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এ খাতে বিনিয়োগ শুরু করবে। তাদের লক্ষ্য করে আমরা অত্যন্ত কার্যকর ওটিটি প্ল্যাটফর্ম প্রদর্শন করছি। ওটিটি সেবা খাতে বিনিয়োগ করতে ইচ্ছুক এমন বেশ কিছু টেলিযোগাযোগ সেবাদাতাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আমাদের এই প্ল্যাটফর্মের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।’
তিনি আরো জানান, ২০১৪ সালের শেষদিকে বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারী ছিল ২০০ কোটি। ধারণা করা হচ্ছে, ২০১৭ সাল নাগাদ এই সংখ্যা ৩০০ কোটি ছাড়িয়ে যাবে এবং ২০০ কোটিরও বেশি মানুষ ওটিটি সেবা ব্যবহার করবে। তাই নিজেদের মুনাফা ধরে রাখতে এরই মধ্যেই ওটিটি খাতে বিনিয়োগ শুরু করেছে অনেক মোবাইল অপারেটর। ব্রিটিশ টেলিকম ‘স্মার্ট টক’ নামে তার গ্রাহকদের ওটিটি সেবা দিচ্ছে। পাশের দেশ ভারতের এয়ারটেলও চালু করেছে ‘এয়ারটেল টক’।
রিভ সিস্টেমস এরই মধ্যে ৭৮টি দেশে দুই হাজার ৬০০টিরও বেশি ভিওআইপি সেবাদাতাদের সেবা দিচ্ছে।