চুরি হওয়া অর্থ উদ্ধারই প্রথম কাজ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবীর বলেছেন, রিজার্ভের চুরি হওয়া অর্থ উদ্ধার ও কেন্দ্রীয় ব্যাংকের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনাই মূল কাজ। পাশাপাশি এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে ব্যবস্থা করা হবে।
আজ রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফজলে কবীর সাংবাদিকদের এ কথা বলেন।
ফজলে কবীর বলেন, ‘এই ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা আশা হারাতে বসেছিল। এটা যেন আর না থাকে, সেটা নিশ্চিত করতে হবে। আরো বেশি নিরাপত্তা নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংককে সংস্কার করে নতুন উদ্যমে কাজ করব।’
কেন্দ্রীয় ব্যাংক কোনো তদন্ত কমিটি গঠন করবে কি না –সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘ডেপুটি গভর্নরদের সঙ্গে বসে পরবর্তী করণীয় নির্ধারণ করব। আমরা কোনো কমিটি গঠন করব না। সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে সেই তদন্ত কমিটির নির্দেশনা মোতাবেক কাজ করব। বাংলাদেশ ব্যাংকের ত্রুটি চিহ্নিত করে সেটা উত্তরণ করতে সক্ষম হব বলে আশা রাখি।’
‘বাংলাদেশ ব্যাংকের চলমান কর্মসূচিগুলো চলবে। আরো উন্নয়ন করার জন্য যা যা করা দরকার তা করা হবে’, যোগ করেন গভর্নর।
আইটি বিশেষজ্ঞ রাকেশ আস্থানা সম্পর্কে গভর্নর বলেন, ‘তিনি চলমান প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করছেন। ওনার ব্যাপারে আমরা কী করব সেটা তদন্তের পর বলা যাবে।’
ভারতীয় বংশোদ্ভূত রাকেশ আস্থানা ওয়ার্ল্ড ইনফরমেটিকস সাইবার সিকিউরিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি বিশ্বব্যাংকের উপপ্রধান তথ্য কর্মকর্তা ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রিজার্ভ চুরির ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ইনফরমেটিকসকে।
আজ নতুন গভর্নর ফজলে কবীর কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছালে ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, এস কে সুর চৌধুরী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০৮ কোটি টাকা লোপাটের ঘটনায় সমালোচনার মুখে ১৫ মার্চ গভর্নর পর থেকে পদত্যাগ করেন ড. আতিউর রহমান। ওই দিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন গভর্নর হিসেবে ফজলে কবীরকে নিয়োগের কথা জানান।
১৬ মার্চ বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে সাবেক অর্থসচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবীরকে আগামী চার বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।