এমটিবির ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ঘোষিত ২০ শতাংশ বোনাস লভ্যাংশের অনুমোদন দিয়েছে ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গতকাল সোমবার এমটিবির ১৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০১৫ সালে ৩১ মার্চ শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। এ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৭০ পয়সা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাড়াঁয় ২৪ টাকা ১৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল দুই টাকা ৬০ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২২ টাকা।
২০১৫ সালে ব্যাংকটির করপরবর্তী প্রকৃত মুনাফা দাঁড়িয়েছে ১৩৬ কোটি ৬০ লাখ টাকা, যা ২০১৪ সালের চেয়ে ৪২ দশমিক ৮ শতাংশ বেশি। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এর পরিমাণ ছিল ৯৬ কোটি ২০ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২০১৪ সালে চেয়ে ২০১৫ সালের শেষে ব্যাংকের স্থিতিপত্র বেড়েছে ২৫ দশমিক ৬ শতাংশ। ব্যাংকের আমানত বেড়েছে ২৩ দশমিক ২৬ শতাংশ ও ঋণ-অগ্রিম বেড়েছে ২৬ দশমিক ৫১ শতাংশ।
চলতি বছর এমটিবির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এম এ রউফ। তিনি আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। এর আগে এমটিবির চেয়ারম্যান ছিলেন রাশেদ এ চৌধুরী।
এমটিবির গ্রুপের চেয়ারম্যান এম এ রউফের সভাপতিত্বে এজিএমে আরো উপস্থিত ছিলেন এমটিবির পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী, রাশেদ এ চৌধুরী, ড. আরিফ দৌলা, মো. আবদুল মালেক, মো. ওয়াকিল উদ্দিন, খাজা নারগিস হোসেন, অঞ্জন চৌধুরী, কিউ এ এফ এম সিরাজুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক আনোয়ারুল আমিন, ড. সুলতান হাফিজ রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাসেম চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালকরাসহ অনেক শেয়ারহোল্ডার।