১৬ কোটি মানুষের নিরাপত্তা চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন বলেছেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত হলে নিরাপদ বোধ করবেন এ দেশে বসবাসরত বিদেশিরা।
আজ রোববার বেলা ১টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক হয়। পিয়েরে মায়াদুনের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা এই বৈঠকে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি এবং বিদেশিদের অবস্থান তুলে ধরে মায়াদুন বলেন, গুলশান ও শোলাকিয়ার মতো ঘটনাগুলো বিদেশিদের উদ্বিগ্ন করেছে। এসব ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদারে বাংলাদেশকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে বিদেশিদের আস্থা ফিরে আসে।
পিয়েরে মায়াদুন আরো বলেন, গুলশান, বনানী ও বারিধারা এলাকাগুলোর নিরাপত্তা গুরুত্বপূর্ণ। কিন্তু সরকারকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সারা বাংলাদেশের। দেশের ১৬ কোটি মানুষ নিরাপদ বোধ করলে এ দেশে ব্যবসাসহ বিভিন্ন কারণে এ দেশে বসবাসকারী বিদেশিরাও নিরাপদ বোধ করবেন। বেসরকারি খাতসহ সব ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পিয়েরে মায়াদুন।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। গুলশানের ঘটনায় তাদের চোখ-কান খুলে দিয়েছে।
রানা প্লাজা ধসের পর আড়াই বছর চলে গেছে। এরপর ওই রকম কোনো ঘটনা ঘটেনি। ওই ঘটনার পর ব্যবসায়ী এবং উদ্যোক্তারা কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন। গুলশানের ঘটনার পরও সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নিয়েছে।
বিদেশিদের আস্থা রাখার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো বিদেশি যদি স্থলপথে কোথাও যায়, তাঁকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। এ ছাড়া তিনি যেখানেই অবস্থান করেন তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশিদের নিরাপত্তা দেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার।