২০ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব রিহ্যাবের

দেশের আবাসন খাতে মন্দাবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতি উত্তরণে এ খাতের জন্য ২০ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। আজ রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ দাবি তুলে ধরেন রিহ্যাব সভাপতি আলমগীর শামছুল আলামিন।
বৈঠক শেষে রিহ্যাব সভাপতি সাংবাদিকদের বলেন, ‘আবাসন খাতের ব্যবসায় চরম মন্দা চলছে। সরকারের সহায়তা ছাড়া এ থেকে উত্তরণ সম্ভব না। রাজধানীতেই প্রায় ১০ হাজার ফ্ল্যাট অবিক্রীত রয়েছে।’
আলমগীর শামছুল আলামিন বলেন, ‘ এ বৈঠকে আমরা অর্থমন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি তুলে ধরেছি। ১৪ ফ্ল্যাট বা প্লটের নিবন্ধনসংক্রান্ত ব্যয় ১৪ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশে নামানোর কথা বলেছি। ব্যাংকঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে ৭ থেকে ৯ শতাংশের মধ্যে রাখতে প্রস্তাব করেছি। আর এ খাতের উন্নয়নে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করেছি।’
আবাসন খাতের সামঞ্জস্যীকরণ প্রয়োজন বলে সম্প্রতি এক আলোচনায় বিশেষজ্ঞরা অভিমত ব্যক্তি করেছিলেন। তাঁদের মতে, আবাসন খাতের উন্নতি হলে সংশ্লিষ্ট অন্য খাতগুলোতেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন ফ্ল্যাট বা প্লটের মূল্য যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা।