সিএমপি প্রশিক্ষণ কেন্দ্রসহ ৯ প্রকল্প অনুমোদন

কর্পস অব মিলিটারি পুলিশ (সিএমপি) ট্রেইনিং সেন্টারসহ নয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা। আজ মঙ্গলবার শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন।
সাভারে সিএমপি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৮ কোটি টাকা।
ভারতীয় ঋণসহায়তায় নতুন রেললাইন নির্মাণ ও সংস্কারে প্রায় চার হাজার ৪০৮ কোটি টাকা ব্যয়ে দুটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। খুলনা থেকে মংলা পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণ এবং মৌলভীবাজারের কুলাউড়া থেকে শাহবাজপুর পর্যন্ত বিদ্যমান রেললাইনের সংস্কার করা হবে। নতুন রেললাইন নির্মাণে প্রায় দুই হাজার কোটি টাকা বাড়িয়ে তিন হাজার ৮০১ কোটি টাকা ব্যয় ধরে সংশোধিত প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
প্রকল্প ব্যয় বাড়ার কারণ হিসেবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা মংলা বন্দরের উন্নয়ন করছি মনের মতো করে। এই বন্দরের উন্নয়ন হলে রেলওয়ে লিংক তৈরি করতে হবে। এর জন্য আমরা এই প্রকল্প নিয়ে আসছি। এর ব্যয় হচ্ছে হাজার ৮০১ কোটি টাকা। এলাকা বেড়ে গেছে, স্টেশন যুক্ত হয়েছে। সেই কারণে ব্যয় বাড়ছে। প্রকল্প হচ্ছে অনেক আগেকার। আগেকার যে রেট, আর এখনকার রেট এক রকম না। সমন্বিত প্রকল্প হওয়ায় ব্যয় বেড়েছে।’
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আরো রয়েছে- বরিশাল সিটি করপোরেশন এলাকার অবকাঠামো উন্নয়নসহ সৌন্দর্যবর্ধন কাজ প্রকল্প, যার ব্যয় ৬১ কোটি ২০ লাখ টাকা। জামালপুর শহর বাইপাস সড়ক নির্মাণসহ জামালপুর-ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়ক প্রশস্তকরণ প্রকল্প, এর ব্যয় ৫৬ কোটি ৩৫ লাখ টাকা। স্ট্রেনদেনিং ওমেন এবিলিটি ফর প্রোডাকটিভ নিউ অপারচ্যুনিটি (স্বপ্ন) প্রকল্প, এর ব্যয় ৮৫৩ কোটি ৪০ লাখ টাকা। কন্সট্রাকশন অব কোরস অব মিলিটারি পুলিশ অ্যান্ড স্কুল অ্যাট সাভার ক্যান্টনমেন্ট প্রকল্প, এর ব্যয় ৮৮ কোটি ৫৬ লাখ টাকা। হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার স্থাপন প্রকল্প, এর ব্যয় ২১৭ কোটি ৬০ লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মানিকনগর এলাকায় মেঘনা নদীর বাম তীরে প্রতিরক্ষামূলক কাজ প্রকল্প, এর ব্যয় ৩৬ কোটি ৪৯ লাখ টাকা। সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাটে গুঁড়ো দুগ্ধ কারখানা স্থাপন প্রকল্প, এর ব্যয় ৭৪ কোটি ৮০ লাখ টাকা।