মার্কেন্টাইল ব্যাংকের বিনিয়োগ আকর্ষণবিষয়ক প্রশিক্ষণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/12/markentail_bank_meeting.jpg)
মার্কেন্টাইল ব্যাংকের ভার্চুয়াল প্রশিক্ষণে অংশ নেন বিভিন্ন শাখার কর্মকর্তারা
সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের তিন দিনব্যাপী বিনিয়োগ আকর্ষণবিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ‘ইনভেস্টমেন্ট মেকানিজম আন্ডার ইসলামিক ব্যাংকিং’ শীর্ষক প্রশিক্ষণে প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখার ৭৮ জন কর্মকর্তা অংশ নেন।
প্রশিক্ষণটি উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হাসনে আলম। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি ইসলামিক ব্যাংকিং বিষয়ক গাইডলাইন্স ও বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশ দেন।
প্রতিষ্ঠানটির ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান ও ভিপি মো. মিজানুর রহমান সরকারসহ ওই বিভাগের অন্যান্য কর্মকর্তারা সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।