পূবালী ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ তিন দিন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/25/puubaalii_byaank.jpg)
পূবালী ব্যাংক লোগো
আইটি অবকাঠামো উন্নয়ন অর্থাৎ সফটওয়্যারে আপগ্রেডেশনের কাজ সম্পন্ন করতে আগামী বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শনিবার (৩০ সেপ্টম্বর) পর্যন্ত লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখবে পূবালী ব্যাংক।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) পূবালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানিয়েছে। এ ছাড়া বন্ধ রাখার বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে।
বার্তায় জানানো হয়, আইটি অবকাঠামো উন্নয়নজনিত কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।