রেকর্ড গড়ে আবারও দাম কমল সোনার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/30/gold_afp.jpg)
স্বর্ণের ফাইল ছবি এএফপির
রেকর্ড গড়ে আবারও দাম কমল সোনার। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে এ তথ্য জানানো হয়।
সবচেয়ে ভালো মানের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ভরিপ্রতি এক হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনা কিনতে ক্রেতাকে গুনতে হবে ৯৮ হাজার ২১১ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল রোববার (১ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।