ইএফডি স্থাপনে ১৮ জেলার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে এনবিআর
ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপনের জন্য রাজধানী ঢাকাসহ ১৮ জেলার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক তথ্য প্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনার দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিলের সই করা এ সংক্রান্ত এক চিঠি বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতিকে দেওয়া হয়েছে।
ঢাকা ছাড়া অন্য যেসব জেলার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছে। সেসব জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি।
সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি স্থাপনে সহযোগিতার আহ্বান জানিয়ে গতকাল রোববার মো. শাহাদাত জামিলের সই করা এক চিঠিতে বলা হয়, গত ৭ জানুয়ারি বাজুসের সঙ্গে এনবিআরে ইএফডি স্থাপন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় বাজুস নেতারা জুয়েলারি খাতে নানা সমস্যা তুলে ধরেন। তার মধ্যে বেশকিছু সমস্যা ভ্যাট, ব্যাগেজ রুল, সোনা আমদানি ইত্যাদি সংক্রান্ত। তারা জানান, জুয়েলারি খাতে এখনও অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ভ্যাটের আওতায় নিবন্ধিত হয়নি। অনিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধিত করে, সব প্রতিষ্ঠানে ইএফডি স্থাপন করে, এই খাতে অন্যান্য সমস্যাগুলো যুক্তিসঙ্গত, ন্যায় ভিত্তিক সমাধান করা গেলে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। এই খাত উজ্জীবিত হবে।
চিঠিতে আরও বলা হয়, এনিআরের পক্ষ থেকে সব সমস্যার আইনসঙ্গত সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করা হয়। এতে বলা হয়, আগামী ২৩ জানুয়ারি বিকাল ৩টায় অংশীজনদের নিয়ে একটি সচেতনতামূলক জুম সভা আহ্বান করা হয়েছে। এই সভার পর জেনেক্স ইনফোসিস পিএলসি, ইএফডি স্থাপনের জন্য মাঠ পর্যায়ে যাবে। তাই ঢাকা (পূর্ব/পশ্চিম/উত্তর/দক্ষিণ/চট্টগ্রাম) কমিশনারেটের আওতাধীন বিভিন্ন মার্কেট, এলাকায় অবস্থিত জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা প্রয়োজন। সব তালিকা এক সঙ্গে দেওয়া সম্ভব না হলে আংশিকভাবে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।