৮ ফেব্রুয়ারির মধ্যে চেম্বার ও প্রতিষ্ঠানের কাছে বাজেট প্রস্তাব আহ্বান করেছে এনবিআর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/29/baajett_enbiaar_0.jpg)
২০২৪-২৫ অর্থবছরের বাজেট অংশগ্রহণমূলক, সুষম ও জনমুখী করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে বাজেট প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এজন্য দেশের সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে লিখিত আকারে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) কাছে বাজেট প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, বাজেট প্রণয়নে সহায়তার জন্য চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোকে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে লিখিতভাবে বাজেট প্রস্তাব এফবিসিসিআইয়ে পাঠাতে বলা হয়েছে।
একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সহজ অনুলিপি nbrbudget2024@gmail.com ই-মেইলের মাধ্যমে প্রধান বাজেট সমন্বয়ক ও প্রথম সচিব এস এম সোহেল রহমানের কাছে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
প্রস্তাবগুলো জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় এমন প্রতিষ্ঠান, সংস্থা বা বিভাগও ওই ই-মেইলের মাধ্যমে সরাসরি বাজেট প্রস্তাব পাঠাতে পারবে বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।