বরিশাল মহিলা কলেজকে আইএফআইসি ব্যাংকের কম্পিউটার উপহার

বরিশাল মহিলা কলেজ কর্তৃপক্ষকে দুটি কম্পিউটার দিল আইএফআইসি ব্যাংক। ছবি: আইএফআইসি ব্যাংক
প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক শীর্ষক বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার দিচ্ছে ব্যাংকটি। এরই অংশ হিসেবে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি বরিশাল সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষের কাছে উপহার হিসেবে দুটি কম্পিউটার দিয়েছে তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, উপাধ্যক্ষ প্রফেসর মোসা. সালমা বেগম, আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান ফারিহা হায়দার, বরিশাল শাখার ব্যবস্থাপক মো. জোবায়ের হোসেন, কলেজটির শিক্ষক-শিক্ষার্থীরা।