এনআরবিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান আলী হোসেন

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সাত সদস্যের নতুন পর্ষদ গঠন করে দিয়েছে। এর মধ্যে ব্যাংকটির নতুন পর্ষদের চেয়ারম্যান হলেন মো. আলী হোসেন প্রধানিয়া। বাকী ছয়জন স্বতন্ত্র পরিচালক।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে পর্ষদ বাতিল এবং নতুন পরিচালক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
এ ছাড়া চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে ব্যাংকের পরিচালককে। নতুন পর্ষদের প্রথম বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে।
এনআরবিসি ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আবুল বশর, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার মো. শফিকুর রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. সৈয়দ আবুল কালাম আজাদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মুহাম্মদ এমদান উল্লাহ।