বিনিয়োগ সম্মেলনে এসেছেন একাধিক ভারতীয় বিনিয়োগকারী

বিনিয়োগ সম্মেলন শেষে বিদেশি বিনিয়োগকারীরা পজিটিভ বাংলাদেশ ইমেজের স্মৃতি নিয়ে ফিরবেন বলে মনে করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বিনিয়োগ সম্মেলনে ভারতীয় কোম্পানির একাধিক বিনিয়োগকারী এসেছেন বলেও তিনি জানান।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চারদিনব্যাপী বিজনেস সামিটের দ্বিতীয় দিনে আয়োজিত প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
প্রতিটি দেশেই কিছু সমস্যা থাকে জানিয়ে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করছি। যাতে দ্রুত সমস্যাগুলো কাটিয়ে ওঠতে পারি।’
আশিক মাহমুদ বিন হারুন আরও বলেন, ‘চায়না একটি কোম্পানি গত তিন বছর ধরে ঘুরছে, কোম্পানিটি এ দেশে ব্যবসা করবে। কিন্তু লাইসেন্স করতে পারছে না। কেন পারছে না, আমরা সেই সমস্যাগুলো নিয়ে কাজ করব। যাতে কোম্পানিটি ব্যবসা করতে পারে।’
বিনিয়োগ সম্মেলন বিনিয়োগ বাড়ানো মূল উদ্দেশ্য নয় জানিয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে আমাদের দেশকে নিয়ে অনেক নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে। এতে বিনিয়োগ রাস্তা বাধাগ্রস্ত হচ্ছে। তাই আমাদের মূল কাজ হচ্ছে এসব নেগেটিভ ভিউ থেকে বিদেশি বিনিয়োগকারীদের বের করে আনা। তাদের বিনিয়োগ ভয়গুলো দূর করা। সামিটের এই আয়োজনের মাধ্যমে আমরা বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পজিটিভ দিকগুলো তুলে ধরছি। আমাদের বিনিয়োগের সম্ভাবনাগুলো তুলে ধরছি। যা তারা জানে না। এই বিনিয়োগ সম্মেলন শেষে বিদেশি বিনিয়োগকারীরা পজিটিভ বাংলাদেশ ইমেজের স্মৃতি নিয়ে ফিরে যাবেন।’
৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা- নাসার সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তি সই করেছে জানিয়ে তিনি বলেন, এই চুক্তি সুফল এখনই পাওয়া যাবে না। এর সুফল পেতে ২০ থেকে ২৫ বছর অপেক্ষা করতে হবে।