অধ্যাদেশ বাতিলসহ এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণসহ চার দফা দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা।
আজ বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে।
জারি করা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল করা ও এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণ ছাড়াও অন্য দাবিগুলো হলো– রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা প্রত্যাশী সংস্থাগুলোর, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।
ঐক্য পরিষদের নেতারা বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছিল গতকাল মঙ্গলবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। এর ফলে গতকাল কলম বিরতি কর্মসূচি সাময়িক স্থগিত ছিল। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, গতকাল মঙ্গলবার সরকারের পক্ষ থেকে দাবি আদায়ের কোনো আশ্বাসই পাওয়া যায়নি। উল্টো সচিবালয়ে ডেকে রাজস্ব কর্মকর্তাদের কোনো কথাই বলতে দেওয়া হয়নি। উল্টো অপমান করা হয়েছে। দাবি আদায়ে এবার কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচির পাশাপাশি পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। নতুন করে এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে অসহযোগ ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি যোগ হয়েছে।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি আদায়ে আরও কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে– আজ বুধবার থেকে সংবাদ সম্মেলনের পর থেকে এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি পালন করা। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলোর বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা। একইদিন বৃহস্পতিবার এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
আগামী শনিবার ও রোববার সকল কাস্টম হাউস এবং এলসি স্টেশনগুলোর ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই দুইদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। আগামী ২৬ মে সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করা হবে।