আমদানি সহজ করতে মাস্টার সার্কুলার

বাংলাদেশ ব্যাংকের লোগো
আমদানি-লেনদেনে বিদ্যমান নির্দেশনা একত্র করে একটি মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) জারি করা এ মাস্টার সার্কুলারটি এক বছর কার্যকর থাকবে।
এতে এলসি (লেটার অব ক্রেডিট), রেমিট্যান্স, ক্রয়চুক্তির আওতায় আমদানি, সরবরাহকারী ও ক্রেতার ঋণ, সফটওয়্যারের ই-ডেলিভারি, বৈদেশিক মুদ্রায় অভ্যন্তরীণ এলসি, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক এবং স্বর্ণ, রৌপ্য ও গয়নার আমদানিসহ বিভিন্ন বিষয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ৩১ জুলাই বাংলাদেশ ব্যাংক রপ্তানি খাতে একই ধরনের মাস্টার সার্কুলার জারি করেছিল।