ইসলামী ব্যাংকে প্রবাসী আয় এলো ৩১০৬ কোটি টাকা

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৫ হাজার ৪২৫ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে তিন হাজার ১০৬ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা, যা মোট টাকার ২০ দশমিক ১৪ শতাংশ। আজ রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংকগুলোর মধ্যে আগস্টের প্রথম ১৬ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৫ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ১৬ কোটি সাত লাখ ৬০ হাজার ডলার। এরপরের অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে আট কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার এসেছে।
অনদিকে, আগস্টের প্রথম ১৬দিনে দেশি-বিদেশি ১০টি ব্যাংকের মাধ্যমে কোন প্রবাসী আয় আসেনি। এর মধ্যে চারটি বিদেশি ব্যাংক রয়েছে। প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, সিটিজেনস ব্যাংক, পদ্মা ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং উরি ব্যাংক।
দেশে মোট ৬০টি ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বেসরকারি ৪৩টি, রাষ্ট্রায়ত্ত ছয়টি, বিশেষায়িত দুটি এবং বিদেশি ৯টি ব্যাংক রয়েছে। আগস্টের প্রথম ১৬ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৭৫ কোটি ৯৮ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি সাত লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৭৬ লাখ ৫০ হাজার ডলার।