১৭ দিনে প্রবাসী আয় ১৭ হাজার কোটি টাকার বেশি

চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৭ হাজার ৩৭২ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, আগের বছরের (২০২৪ সাল) আগস্টের প্রথম ১৭দিনে প্রবাসী আয় এসেছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৯ কোটি ডলার বা ২৫ দশমিক ৬০ শতাংশ। অপরদিক চলতি বছরের ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৩৯০ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের (২০২৪ সাল) ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৩০৪ কোটি ৭০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৮৫ কোটি ৫০ লাখ ডলার বা ২৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার, জুনে ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার।