ক্ষতি ১৪৬ কোটি টাকা, কর কর্মকর্তা লিংকন বরখাস্ত

১৪৬ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে কর অঞ্চল-৫-এর উপকর কমিশনার লিংকন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
বরখাস্তের আদেশে বলা হয়, লিংকন রায় উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে কর্মরত থাকাকালে ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ করবর্ষের নিষ্পত্তিকৃত আয়কর মামলার নতুন আদেশপত্রে নতুন কর দাবি সৃষ্টি করে সরকারের ১৪৬ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৫৫৩ টাকা রাজস্ব ক্ষতি সাধন করায় তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেহেতু উপকর কমিশনার লিংকন রায়কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এর আগে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির নথি গায়েব অভিযোগে রাজস্বের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন করে দুদক। অনুমোদিত মামলায় অভিযুক্তরা হলেন—কর অঞ্চল-৫-এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীর এবং উপ-কর কমিশনার লিংকন রায়। শিগগিরই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এই মামলাটি দায়ের করবেন এমনটি জানা গেছে।