খেলাপি ঋণের অর্ধেকই শিল্প খাতে

মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেক তৈরি পোশাক, টেক্সটাইল, চামড়া, জাহাজ নির্মাণসহ বিভিন্ন উৎপাদনমুখী শিল্প খাতে কেন্দ্রীভূত। বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন-২০২৪ এই তথ্য ওঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ১৩৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছিল তিন লাখ ৪৬ হাজার ৫৪৭ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ২০ দশমিক ২৫ শতাংশ। অপরদিক ২০২৪ সালের ডিসেম্বর শেষে উৎপাদনমুখী শিল্প খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৭১ হাজার ৩০৪ কোটি টাকা। আগের বছর এই খাতে খেলাপি ঋণ ছিল ৭২ হাজার ৬৪১ কোটি টাকা।
২০২৪ সালের ডিসেম্বর শেষে তৈরি পোশাক খাতে বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল এক লাখ ৮৮ হাজার ২৭১ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ৪৮ হাজার ৬৩৮ কোটি টাকা। আগের বছর এই খাতে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৭০২ কোটি টাকা। অন্যদিক টেক্সটাইল খাতে ২০২৪ সালের ডিসেম্বর শেষে বিতরণকৃত ঋণ ছিল এক লাখ ৪৯ হাজার ১৭১ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ৩৬ হাজার ৫২০ কোটি টাকা। ২০২৩ সালে এই খাতের খেলাপি ঋণ ছিল ১৫ হাজার ৩৩৪ কোটি টাকা।
২০২৪ সালের ডিসেম্বর শেষে চামড়া খাতে ঋণ ১৪ হাজার ৮৯৮ কোটি টাকা, খেলাপি পাঁচ হাজার ৭৭৬ কোটি টাকা। আগের বছর খেলাপি ছিল দুই হাজার ৮১৭ কোটি টাকা। জাহাজ নির্মাণ খাতে ঋণ ২০ হাজার ৫০৬ কোটি টাকা, খেলাপি আট হাজার ৩১ কোটি টাকা। কৃষিভিত্তিক শিল্প খাতে ঋণ ৬৬ হাজার ৯৫৮ কোটি টাকা, খেলাপি সাত হাজার ৩৫৭ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যবসা ও বাণিজ্য খাতে বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ ২৩ হাজার ৪৬৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৮৮ হাজার ৩৮৯ কোটি টাকা।