বাণিজ্যিকভাবে চালু হলো ৫জি সেবা, যেভাবে ব্যবহার করবেন

বাংলাদেশে বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের মোবাইল সেবা (৫জি) চালু করলো শীর্ষ দুই টেলিকম অপারেটর গ্রামীণফোন ও রবি। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে অপারেটর দুটি এ সেবার উদ্বোধন করে।
সোমবার দুপুর ২টার দিকে রাজধানীর করপোরেট কার্যালয়ে রবি আনুষ্ঠানিকভাবে ৫জি চালু করে। প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার, ফকিরাপুল-পল্টন ও এমবিএ ভবন, চট্টগ্রামের ওয়াসা মোড়, খুলশী ও কাটালগঞ্জ এবং সিলেটের সাগরদিঘি এলাকায় সেবা চালু করা হয়। ধাপে ধাপে দেশের অন্যান্য এলাকায়ও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে অপারেটরটি।
বিকেল ৩টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান ঘোষণা দেন, দেশের সব বিভাগীয় শহরে একযোগে ৫জি সেবা চালু করা হয়েছে। তিনি বলেন, সবার সম্ভাবনার দ্বার খুলে যাক গ্রামীণফোন ৫জি নেটওয়ার্কের সঙ্গে।
গ্রাহকের জন্য করণীয়, যেভাবে ব্যবহার করবেন
অপারেটর দুটি জানিয়েছে, বিদ্যমান সিম দিয়েই ৫জি ব্যবহার করা যাবে, এর জন্য আলাদা খরচ দিতে হবে না। তবে গ্রাহকের কাছে অবশ্যই ৫জি সমর্থন করে এমন স্মার্টফোন থাকতে হবে। স্মার্টফোনের সফটওয়্যার সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে এবং নেটওয়ার্ক সেটিংসে গিয়ে ‘৫জি অটো/অন’ নির্বাচন করতে হবে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ৫জি সেবা কার্যকরভাবে ব্যবহার করতে হলে শক্তিশালী কভারেজ ও পর্যাপ্ত স্পিড নিশ্চিত করা জরুরি। নেটওয়ার্ক শক্তি বিশেষ করে ঘরের ভেতরে যেন ভালোভাবে পাওয়া যায়, সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।