অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার জব্দ

এবার অগ্রণী ব্যাংকে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) এই লকার দুইটি জব্দ করা হয়েছে।
এনবিআর সূত্রে জানা যায়, রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে। লকারের নম্বর দুটি হলো ৭৫১ ও ৭৫৩। কর ফাঁকি হয়েছে কিনা, সেটা খতিয়ে দেখতে লকার দুটি জব্দ করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছিল এনবিআরের সিআইসি। সেনা কল্যাণ ভবনে থাকা পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ১২৮ নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা মোট তিনটি লকার জব্দ করা হলো।
এ ছাড়া পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসাবে ১২ লাখ টাকার এফডিআর আছে। আরেকটি হিসাবে ৪৪ লাখ টাকা পাওয়া গেছে। এসব অ্যাকাউন্ট ইতোমধ্যে জব্দ করা হয়েছে।