অষ্টম বছরে জবি প্রেসক্লাব

‘প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতা’ এ মূলমন্ত্র নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সফলতার অষ্টম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা বলিষ্ঠতা এবং দৃঢ়তা ধরে রাখবেন। আপনার হাত ধরে অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়বে বলে আশা করছি।’
এ সময় জবির খেলার মাঠ নিয়ে কোষাধ্যক্ষ বলেন, ‘আমরা চেষ্টা করছি মাঠ রক্ষার। আমরা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছি এবং বিষয়টি অবগত করেছি। আমাদের এই একটি মাঠই আছে, যতদিন কেরানীগঞ্জে ক্যাম্পাস না যায় ততোদিন যেন এই মাঠটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। আমাদের উপাচার্য বিদেশ সফর শেষে দেশে এলে আমরা দুইজনই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করব। কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর। আমরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাদেকের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, বিশ্ববিদ্যালয়ের নীল দলের সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন। এছাড়াও সহকারী প্রক্টর মো. মহিউদ্দিন, নিউটন হাওলাদার, শাহনাজ পারভীন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় সবাই জবি প্রেসক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার অনুরোধ করেন।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বিডি নিউজটোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপু ও প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার হেদায়েত উল্লাহ খান, সাবেক সাধারণ সম্পাদক এনটিভি অনলাইনের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম শাহীন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক জগেশ রায়। এছাড়াও জবি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্য নেতারা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু করে কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে বিজ্ঞান অনুষদের সামনে দিয়ে এসে ভাষা শহীদ রফিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় ‘শুভ শুভ শুভদিন, জবি প্রেসক্লাবের জন্মদিন’ স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। শোভাযাত্রা শেষে উৎসবমুখর পরিবেশে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। এরপর সবার মধ্য কেক ও মিষ্টি বিতরণ করা হয়।