ছাত্রলীগের দুপক্ষের উত্তেজনায় আনন্দ মোহন কলেজের হল বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের জেরে ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সব হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উত্তেজনার মুখে গতকাল শনিবার সন্ধ্যার দিকে কলেজের হল বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, গত ৩ ডিসেম্বর রাতে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের ইউনিটটি জেলা ছাত্রলীগের অন্তর্গত ইউনিট হিসেবে বিবেচিত হবে—কেন্দ্রীয় ছাত্রলীগের এমন সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর ছাত্রলীগের অনুসারীরা আন্দোলনে নামেন। পরে গতকাল শনিবার দিনভর কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং হাতাহাতির ঘটনা ঘটে।
উত্তেজনার মুখে গতকাল সন্ধ্যার দিকে কলেজের হল বন্ধের নির্দেশনা দেন কর্তৃপক্ষ। পরে রাত ৮টার মধ্যে হল ছাড়েন সাধারণ ছাত্ররা এবং আজ রোববার সকাল ৮টার মধ্যে হল ছাড়তে দেখা যায় ছাত্রীদের। হঠাৎ করে হল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ‘গত ১ ডিসেম্বর আমরা হলে উঠেছি। গতকাল ৪ ডিসেম্বর রাতে শুনেছি ছাত্রলীগের সমস্যার কারণে মারামারি হয়েছে। এজন্য হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন আমাদের যাতায়াতের অনেক সমস্যা এবং আমরা ভোগান্তির শিকার। অনেক শিক্ষার্থীর বাড়ি দূরে। তাঁরা দেড় বছর পর সব গুছিয়ে হলে উঠেছেন। দুদিন থাকতে না থাকতেই আবারও হল বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।’
আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সরকারী অধ্যাপক এবং ডিগ্রি হল সুপার শাহজাহান করিম বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের হল বন্ধ রয়েছে। সকাল ৮টা থেকে সবাই হল ছাড়তে শুরু করেন। কর্তৃপক্ষ, প্রশাসন যদি চায়, আমরা যেকোনো মুহূর্তে হল খুলে দিতে প্রস্তুত।’
এদিকে, আজ সকালে হল বন্ধের প্রতিবাদে এইচএসসি পরীক্ষা চলাকালে বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রলীগের একাংশ।