জবিতে ছাত্রদলের মশাল মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে অবাঞ্ছিত করার প্রতিবাদে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলটি আজ মঙ্গলবার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে রায় সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি মহিউদ্দিন ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মোমেন মিয়া, সানোয়ার হোসেন মিঠু, সাইফুল ইসলাম, এস এম কিবরিয়া, রাকিবুল ইসলাম পলাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলনেতা শামসুল আরেফিন, সাইফ সবুজ, জাহিদুর রহমান জামাল, সজীব সাজু, জাহিদুল ইসলাম, সাজাদ হোসেন পলাশ, ওলিউর রহমান, মোজ্জামেল হক ডেনি, তারিকুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
শামসুল আরেফিন বলেন, ‘মধ্যযুগীয় আচরণ ছাত্রলীগকে ছাড়তে হবে। কোনোভাবেই ছাত্রসমাজ এবং দেশের মানুষ এমন বর্বর আচরণ সহ্য করবে না। ছাত্রদলকে অবাঞ্ছিত করার কোনো অধিকার ছাত্রলীগের নেই। আমরা এমন ঔদ্ধত্য আচরণ সহ্য করব না। আমরা সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে মাঠে থাকব। রক্ত দিয়ে হলেও অধিকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ।’