জবিতে ফি প্রদান ও মিড পরীক্ষার সময়সীমা বৃদ্ধি

করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয় বিবেচনা করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করে ভর্তি ও পরীক্ষার ফি এবং মিড নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে পূর্ব ঘোষিত ২৭ জুন ২০২১ তারিখের মধ্যে যে সব শিক্ষার্থী ভর্তি হতে পারেনি, তাদের আগামী ১৬ আগস্ট ২০২১ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা ও বিশ্ববিদ্যালয়ের আইসিটি দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্ব ঘোষিত ২৯ জুনের মধ্যে (সব সেমিস্টারের) যে শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি, তারা আগামী ১৮ আগস্ট ২০২১ তারিখের মধ্যে জরিমানা ছাড়া অনলাইনের মাধ্যমে ফরম পূরণ সম্পন্ন করতে পারবে। এ বিষয়ে সব ইনস্টিটিউট ও বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পূর্ব ঘোষিত ১৮ জুলাই ২০২১ তারিখের পরিবর্তে, কোর্স শিক্ষক নিজ বিবেচনায় সর্বোত্তম পদ্ধতিতে (অ্যাসাইনমেন্ট, গুগল ফরমে, ভাইভা, এমসিকিউ, কুইজ ইত্যাদি) ১৮ আগস্ট ২০২১ তারিখের মধ্যে সুবিধাজনক সময়ে মিডটার্ম পরীক্ষা সম্পন্ন করবেন। অনলাইনের মাধ্যমে পাঠদান কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে।