ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেওয়া হবে।
গত ২ অক্টোবর ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাবি ক্যাম্পাসসহ দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৬৩২ জন। এই ইউনিটে মোট আসনসংখ্যা দুই হাজার ৩৭৮টি। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেন ২০ জন।