রাবিতে সশরীরে বন্ধ ক্লাস, খোলা থাকছে হল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/21/ru_up.jpg)
দেশে করোনা সংক্রমণরোধে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এর ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে সশরীরে ক্লাস। তবে কোনো বিভাগ চাইলে অনলাইনে ক্লাস ও পরীক্ষা নিতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খোলা থাকছে আবাসিক হলগুলো।
আজ শুক্রবার সন্ধ্যায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এনটিভি অনলাইনকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেকে আজ ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাবিতে সশরীরে ক্লাস বন্ধ থাকবে৷ তবে কোনো বিভাগ চাইলে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন৷
বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। আবাসিক হলগুলো খোলা থাকবে৷ শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করবেন। তবে কোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করতে পারবেন না।