বিইউপির ২২ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২২ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বার্ষিক সিনেট সভায় বাজেট উপস্থাপনের পর তা অনুমোদন করা হয়।
সিনেট সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মামুন খালেদ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিইউপির কোষাধ্যক্ষ এয়ার কমোডর মো. মর্তুজা কামাল বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ অর্থবছরের সংশোধিত বাজেট ২১ কোটি ১৫ লাখ টাকা ও ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ২২ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা উপাচার্য ও কোষাধ্যক্ষর বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন।
ওই সভায় বিইউপির সপ্তম বার্ষিক প্রতিবেদন (জুলাই ২০১৪-জুন ২০১৫) অনুমোদন করা হয়। বাজেটে সমাবর্তন, বই, জার্নাল ও ডকুমেন্ট ক্রয়, জার্নাল প্রকাশনা, ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি প্রদান, কারিকুলামের আধুনিকায়ন, কম্পিউটার সামগ্রী ও বই অনুদান, গবেষণা ব্যয়, মৌলিক গ্রন্থ প্রকাশনা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণসহ একাডেমিক উন্নয়নে ব্যয় বরাদ্দের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মামুন খালেদ গত এক বছরের কার্যক্রমের একটি চিত্র সিনেট সদস্যদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ আজ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিইউপি ২০১৩ সালের জানুয়ারি থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর পর্যায় শুরু করে। এ ছাড়া এ বছরের জানুয়ারি মাসে অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, তথ্যপ্রযুক্তি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
উপাচার্য আরো জানান, ‘পিস অ্যান্ড হিউম্যান রাইটস ও ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি’র ওপর বিইউপি স্নাতকোত্তর পর্যায়ের পাশাপাশি এমফিল ও পিএইচডির মতো শিক্ষা কার্যক্রমেও জোর দিচ্ছে। শিক্ষাকে আধুনিক ও মানসম্পন্ন করার লক্ষ্যে গত ২৫ মার্চ সাইপ্রাসের ‘নিয়ার ইস্ট ইউনিভার্সিটির’ সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সভায় সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, সংসদ সদস্য বেগম নিলুফার জাফর উল্লাহ, সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানসহ সিনেটের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।