রাবিতে শিক্ষা পদ্ধতিবিষয়ক কর্মশালা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে দুই দিনব্যাপী শিক্ষা পদ্ধতিবিষয়ক কর্মশালা শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপাচার্য মুহাম্মদ মিজান উদ্দিন এ কর্মশালার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হাইয়ার এডুকেশন কোয়ালিটি ইনহেন্সমেন্ট প্রকল্পের (হেকেপ) অধীনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাব-প্রজেক্টের (IER-RU) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক অভিনয় চন্দ্র সাহা, সাব-প্রজেক্টের ব্যবস্থাপক অধ্যাপক গৌতম রায় প্রমুখ।