রাবিতে অফিস সময় কমানোর দাবিতে কর্মবিরতি

পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সময় কমানোর দাবিতে কর্মবিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসার-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। আজ শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি কর্মসূচি থেকে জানানো হয়, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীদের এক ঘণ্টা কাজের সময় কমানো হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তা করা হয়নি। রমজানের আগে অফিস সময় ৮টা থেকে ২টা পর্যন্ত ছিল। বর্তমানে এক ঘণ্টা এগিয়ে ৯টা থেকে ৩টা করা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত অফিস সময় নির্ধারণের দাবি জানান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক রেজিস্ট্রারকে বাদ দিয়ে স্থায়ী রেজিস্ট্রার নিয়োগের জোর দাবি জানান তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘সরকারি নিয়মানুযায়ী সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করার কথা, সেখানে আমরা ৩৬ ঘণ্টা করে থাকি। এর পরও রোজার দোহাই দিয়ে অফিসার-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ কাজের সময় কমানোর যে দাবি করেছে তা অযৌক্তিক। আমি তাঁদের অনতিবিলম্বে চলমান আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান করছি।’