জাবিতে ১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অর্থবছরের জন্য ১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বার্ষিক সিনেট অধিবেশনের ৩৪তম সভায় এই বাজেট পেশ করা হয়। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বেলা দেড়টায় এই অধিবেশন শুরু হয়।
অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের ২০১৪-২০১৫ অর্থবছরের ১১৪ কোটি ৯০ লাখ টাকার সংশোধিত বাজেট এবং ২০১৫-২০১৬ অর্থ-বছরের জন্য ১১৯ কোটি টাকার মূল বাজেট পেশ করেন। পরে সিনেট সদস্যরা তা অনুমোদন করেন।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ১০৬ কোটি ৫০ লাখ টাকা এবং নিজস্ব আয় হিসেবে দেখানো হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। এবারের মূল বাজেটে পাঁচ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা ঘাটতি দেখানো হয়েছে।
২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেটে ২৮টি খাতে এবং ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ১২টি খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
সিনেট অধিবেশনে সভাপতির ভাষণে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, শিক্ষার্থীদের শিক্ষাদানের পেছনে জাতির বিনিয়োগ অনেক। তাই তাদের প্রতি মানুষের প্রত্যাশাও অপরিসীম। এ জন্য শিক্ষার্থীদের অর্জিত মেধা-মনীষা-উৎকর্ষের সর্বোত্তম ব্যবহার জাতির কল্যাণেই হওয়া উচিত।
উপাচার্য বলেন, ‘আমরা শিক্ষার্থীদের লেখাপড়া, মেধা বিকাশ ও সংস্কৃতি চর্চার পথ বাধাহীন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সবার নিরলস চেষ্টার ফলে শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা ও গবেষণা-প্রকাশনা নিয়মিত করা সম্ভব হয়েছে।’
শিক্ষা-গবেষণায় অর্থ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে সরকারের উদ্দেশে উপাচার্য বলেন, বর্তমানে শিক্ষা-গবেষণায় বাস্তব অর্থেই বরাদ্দ ও বিনিয়োগ খুব কম। অবিলম্বে বরাদ্দ ও বিনিয়োগ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করা না হলে দেশের উচ্চশিক্ষা স্থবিরতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। অধিবেশনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের যৌক্তিকতা তুলে ধরেন।
অধিবেশনে সিনেট সদস্য ক্যাটাগরি থেকে সিন্ডিকেট সদস্য পদে অধ্যাপক শরীফ এনামুল কবির ও মোতাহার হোসেন মোল্লা, বিশিষ্ট নাগরিক ক্যাটাগরিতে ইব্রাহীম হোসেন খান এবং সিনেট সদস্য থেকে অর্থ কমিটিতে এ এইচ এম সদরুল আলম (হারুন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন।
অধিবেশনে উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। অধিবেশন পরিচালনা করেন সিনেটের সচিব ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।