কারিগরি বোর্ডে কমেছে পরীক্ষার্থী, পাসের হার

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার। গতবারের তুলনায় এ বছর অংশগ্রহণকারীর সংখ্যাও কম ছিল।
আজ রোববার এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়। এ বছর পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮৪ দশমিক ৫৭ শতাংশ।
চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডে ৯৭ হাজার ১৪ জন পরীক্ষায় অংশ নেয়। গত বছর এ সংখ্যা ছিল এক লাখ দুই হাজার ২৪৮ জন।
এ বছর পাস করেছে ৭৮ হাজার ৯০৪ জন। গত বছর পাসের সংখ্যা ছিল ৮৬ হাজার ৪৬৯ জন। পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ৬৬৯ জন। গত বছর এ সংখ্যা ছিল ছয় হাজার ৫৮৭ জন।