মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর হতে পারে

দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে ভর্তি পরীক্ষার জন্য ‘প্রাথমিকভাবে’ এ দিনটি ধার্য করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী এনটিভি অনলাইনকে বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে প্রাথমিকভাবে দিনটি ধার্য করা করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে এলেই তারিখটি চূড়ান্ত করা হবে।’
পরীক্ষার ধরন ও অন্যান্য বিষয় স্বাস্থ্যমন্ত্রী আসার পরই চূড়ান্ত হবে বলে পরীক্ষিৎ চৌধুরী জানিয়েছেন।
আগামী ৯ আগস্ট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হবে।