কুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ২০ অক্টোবর শুক্রবার হবে। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুয়েটসহ পাঁচটি প্রতিষ্ঠানে এক সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি শিক্ষাবর্ষে তিনটি অনুষদের ১৪টি বিভাগে মোট ১ হাজার ৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৪৭৭ জন। এবারের ভর্তি পরীক্ষায় অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত ১০ হাজার ৫০০ আবেদনের মধ্যে বৈধ ১০ হাজার ৪৭৭ জন আবেদনকারীর সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কুয়েট ক্যাম্পাসে ১০ হাজার ১ থেকে ১৮ হাজার ২৮২, টিচার্স ট্রেনিং কলেজে ১৮ হাজার ২৮৩ থেকে ১৯ হাজার ৩২, এইচএসটিটিআইতে ১৯ হাজার ৩৩ থেকে ১৯ হাজার ৩৩২, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বয়েজ শাখায় ১৯ হাজার ৩৩৩ থেকে ১৯ হাজার ৯৭৭ ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মহিলা শাখায় ১৯ হাজার ৯৭৮ থেকে ২০ হাজার ৪৭৭ ক্রমিক নম্বরধারীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটারিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত পাঁচটি আসনসহ সর্বমোট ১ হাজার ৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি সংক্রান্ত সব তথ্য কুয়েটের ওয়েবসাইটে (www.kuet.ac.bd) পাওয়া যাবে।