১ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা

আগামী ১ নভেম্বর শুরু হবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা। ওইদিন একইসাথে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই তারিখ ঠিক করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী বার্তা সংস্থা বাসসকে জানান, পরীক্ষা শুরুর তারিখ ঠিক করা হলেও সময়সূচি এখন চূড়ান্ত করা হয়নি।
গত কয়েক বছর জেএসসি পরীক্ষা বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে পড়েছিল। ফলে সময়মতো শুরু করা যায়নি।
গত বছর ২ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করতে সময়সূচি ঠিক করা হলেও জামায়াতের হরতালের কারণে তা ৭ নভেম্বর থেকে শুরু করতে হয়েছিল। ২০১৩ সালেও তখনকার বিরোধী দলের হরতালের কারণে পরীক্ষা পিছিয়েছিল।