রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদনের সময়সীমা আগামী ২৯ অক্টোবর রোববার দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে চলমান ইন্টারনেট ধীরগতির কারণে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তির আবেদন প্রক্রিয়া সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) ০১৭৮০৩২৭২৫০ এবং ০১৭৮০৩২৭৩৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য রুয়েটের ওয়েবসাইট www.ruet.ac.bd-তে পাওয়া যাবে।