চবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে ভর্তি পরীক্ষা চলার সময়ে এদের আটক করা হয়।
এদের মধ্যে একজন হলেন চট্টগ্রাম কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ তুহিন। অন্য চারজন হলেন নোয়াখালীর মোহাম্মদ ফাহাদ, মিজানুর রহমান, টাঙ্গাইল সাঈদ আল কবির ও মানিকগঞ্জের মুশফিকুর সালেহীন। শেষের চারজন ভর্তি পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রশ্নপ্রত্র জালিয়াত চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক দুই সহসম্পাদককে আটক করেছে পুলিশ। দুজন হলেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হানুল হক ও মো. শহীদুল্লাহ কায়সার।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশ্নপত্র জালিয়াত চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ইশতিয়াক আহমেদসহ দুজনকে আটক করা হয়। এদের কাছ থেকে পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে।