টিউশন ফির ভ্যাট প্রত্যাহারে শিক্ষার্থীদের হুঁশিয়ারি

আগামী পাঁচদিনের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট, প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনে যাবেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া দেওয়া হয়।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতির কার্যালয়ের উদ্দেশে পদযাত্রা করতে চাইলে পুলিশ তাঁদের আটকে দেয়। এ সময় প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চলতি অর্থবছরের বাজেটে সব ধরনের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপ করেছে সরকার। এর তীব্র নিন্দা জানিয়ে, দ্রুত এই ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে শিক্ষা নিয়ে বাণিজ্য চলছে, যা প্রতিরোধে সরকার কার্যকর ভূমিকা রাখছে না। বিভিন্ন খাতে অযৌক্তিক ভর্তুকি বন্ধ করে শিক্ষা খাতে তা বরাদ্দ দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা।