প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর শনিবার প্রকাশ করা হবে।
ওই দিন দুপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করবেন।
এর আগে বেলা ১১টায় গণভবনে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ও ফলের পরিসংখ্যানের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।