ইবির ‘এফ’ ইউনিটে অপেক্ষমাণ তালিকার ভর্তির সময় বাড়ল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটে ভর্তির সময় বাড়ানো হয়েছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
বর্ধিত সময়সূচি অনুযায়ী ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় ‘এফ’ ইউনিটের সমন্বয়কারী (গণিত বিভাগ) কার্যালয় কক্ষে শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
অপেক্ষমাণ তালিকা থেকে আসন খালি হওয়া সাপেক্ষে মেধাক্রমানুসারে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারে উপস্থিত হয়ে ভর্তির অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।
এ ছাড়া ৫ ফেব্রুয়ারির মধ্যেই ভর্তি ফরম সংগ্রহ ও ভর্তি-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।