জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও এলএলবিতে ভর্তির সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স বা ডিপ্লোমা প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে। এ জন্য অনলাইন ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত নীতিমালা অনুযায়ী দুই বছর মেয়াদি ডিগ্রি (পাস) ও তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী শিক্ষার্থীরা ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এলএলবি প্রথম পর্ব ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবেন।
ভর্তি সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।