শাবিপ্রবির বাজেটে গবেষণা খাতে বরাদ্দ নেই, তবে বেতন বেড়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগামী ২০১৫-১৬ অর্থবছরের ৫৮ কোটি ৭২ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
আজ সোমবার বাজেট অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিরেক্টর আ ন ম জয়নাল আবেদীন। বাজেটে গতবারের তুলনায় শিক্ষক ও কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ বাড়লেও এবারও গবেষণা খাতে কোনো বরাদ্দ নেই।
আ ন ম জয়নাল আবেদীন জানান, বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অর্থবছরের ৫৮ কোটি ৭২ লাখ টাকার বাজটে অনুমোদন করা হয়েছে। প্রস্তাবিত ৫৮ কোটি ৭২ লাখ টাকার বাজেটের মধ্যে ৫১ কোটি ৭২ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেবে। আর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খাত থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে বাকি সাত কোটি টাকা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরের মোট ৫৮ কোটি ৭২ লাখ টাকার বাজেটের মধ্যে বেতন ও ভাতাদি খাতে বরাদ্দ ৪১ কোটি পাঁচ লাখ টাকা; যা গত অর্থবছরে ছিল ৩৮ কোটি ৩৩ লাখ টাকা, পেনশন খাতে বরাদ্দ এক কোটি ৫০ লাখ টাকা; যা গত অর্থবছরে ছিল দুই কোটি ২৫ লাখ টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে বরাদ্দ ছয় কোটি টাকা; যা গত অর্থবছরে ছিল পাঁচ কোটি ৯০ লাখ টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে বরাদ্দ সাত কোটি ১০ লাখ; যা গত অর্থবছরে ছিল সাত কোটি ৭০ লাখ টাকা, রক্ষণাবেক্ষণ খাতে গত বছরের মতো এ বছরও ৭০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। মূলধন মঞ্জুরি খাতে বরাদ্দ দুই কোটি ৩৭ লাখ টাকা; যা গত অর্থবছরে ছিল এক কোটি ৫০ লাখ টাকা।
এদিকে, এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে সাত কোটি টাকা; যা গত অর্থবছরের তুলনায় ২০ লাখ টাকা বেশি।
আ ন ম জয়নাল আবেদীন বলেন, ২০১৫-১৬ অর্থবছরে গবেষণা ব্যয় বাবদ নিয়মিত বাজেটে ১০ লাখ, অনুদান বাবদ ১০ লাখ ও নিয়মিত বাজেটের বাইরে ২৫ লাখ টাকা বরাদ্দ পাওয়ার আশা রয়েছে।