বিশ্ববিদ্যালয় শিক্ষককে মারধরের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক সুব্রত কুমার দে'র ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষকরা। আগামীকালও দিনব্যাপী অবস্থান ধর্মঘট রয়েছে শিক্ষকদের।
আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা অধ্যাপক সুব্রত কুমার দে’র ওপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
গত ২৬ আগস্ট রাত ৮টার দিকে ময়মনসিংহ শহরের রামবাবু রোডের ‘অলকা নদী বাংলা কমপ্লেক্সের’ সামনে শিক্ষক সুব্রত কুমার দে’র ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত।
এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের মাটি ভরাট কাজের ঠিকাদার হায়দার কন্সট্রাকশনের মালিক তারেকের নেতৃত্বে ২০-২৫ জন দুর্বৃত্ত অধ্যাপক সুব্রত কুমার দে’র ওপর হামলা চালায়।