জাবিতে ভর্তির আবেদন শুরু ২০ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন ২০ সেপ্টেম্বর শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী (শিক্ষা) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের টেলিটক সিম ব্যবহার করে আবেদন করতে হবে। ২০১২ সাল এবং তার পরবর্তী বছরগুলোয় মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন, ‘এ বছর শুধু কলা ও মানবিকী অনুষদে বিভাগভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। বাকি পরীক্ষাগুলো অনুষদভিত্তিক অনুষ্ঠিত হবে। পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য সংবাদপত্রে প্রকাশ করা হবে।’
এ ছাড়া এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu) থেকে জানা যাবে।