ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনরায় ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর

প্রশ্নফাঁসের অভিযোগে বিতর্কিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় আগামী ১৬ নভেম্বর গ্রহণ করা হবে। ওইদিন বিকেল ৩টা থেকে ৪ টা পর্যন্ত প্রচলিত পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সমন্বয়ে গঠিত ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ১২ অক্টোবর এ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর ৪৭ মিনিট আগেই প্রশ্নফাঁস হয়ে যায় বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও ১৬ অক্টোবর ফল প্রকাশ করে কর্তৃপক্ষ। এরপর শিক্ষার্থীদের দাবির মুখে ডিনস কমিটির বৈঠকে উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।